• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

পিছিয়ে পড়েও ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪  

নেপালের থিম্পু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ঘুরে দাঁড়িয়ে গোলের তুবড়ি ছুটিয়েছে। সাগরিকার হ্যাট্রটিকে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ৫-১ ব্যবধানে ভুটানকে হারিয়েছে।

ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। এই সুযোগে ভুটান সুযোগ পেলেই বাংলাদেশকে চাপে ফেলে গোল করেছে। ম্যাচের ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলকিপার রুপনা চাকমার পাস শিউলি আজিম ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সেই বল ধরে দারুণ ফিনিশিং করেন ভুটানি অধিনায়ক পেমা চোদেন শেরিং।

এরপর ইয়েশে বিধার প্রচেষ্টা ক্রসবারে লাগে ফিরে এলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে আট মিনিটের ঝড়ে ভুটানকে লন্ডভন্ড করে দেয় বাংলাদেশ। ৪৯ মিনিটে সাগরিকা এনে দেন সমতা ফেরানো গোল। পাঁচ মিনিট পর ব্যবধানও বাড়িয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় গজ বক্সে সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে পাঠান অধিনায়ক সাবিনা খাতুন। একটু পরই ভুটানের জালে আবার বল পাঠায় পিটার বাটলারের শিষ্যরা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। শেষ দিকে ভুটানের জালে আরও দুইবার বল পাঠান সাগরিকা। তাতে পূরণ হয় হ্যাটট্রিক।

২৭ জুলাই দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।