• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

ভুল কক্ষপথে স্যাটেলাইট রেখে এল ইলন মাস্কের স্টারলিং

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের নিজস্ব রকেটে করে সরকারি ও বেসরকারি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মহাকাশে পাঠায়। এবার একটি রকেট দুর্ঘটনার মুখে পড়েছে স্পেসএক্স। 

 

স্পেসএক্স ফ্যালকন–৯ রকেটের দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয় রকেটের ইঞ্জিন।

 

রকেটটি ২০টি স্টারলিংক স্যাটেলাইট বহন করছিল। রকেটটি বিস্ফোরণের সময় ত্রুটির কারণে ইন্টারনেট স্যাটেলাইট ভুল কক্ষপথে ছেড়ে আসে।

 

প্রায় এক দশকের মধ্যে স্পেসএক্সের কোনো রকেট প্রথমবারের মতো দুর্ঘটনায় পড়ে ভুল বা ব্যর্থতার মুখ দেখল। স্টারলিংকের ইন্টারনেট স্যাটেলাইট ভিন্ন কক্ষপথে রেখে আসার কারণে স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য পড়ে যায়।

তখন এসব স্যাটেলাইট পুড়ে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্পেসএক্স। ফ্যালকন–৯ রকেট উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই ওপরের অংশের ইঞ্জিন বিকল হয়ে যায়।

 

তরল অক্সিজেন লিক হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে স্পেসএক্স। ইঞ্জিন বিকল হওয়ার পরে ফ্লাইট কন্ট্রোলাররা উচ্চতর কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত ঠিক কক্ষপথে স্যাটেলাইটগুলো পাঠানো যায়নি।

 

ফ্যালকন–৯ রকেট থেকে কক্ষপথের নিচের অংশে পৃথিবীর ওপরে মাত্র ৮৪ মাইল ওপরে অর্ধেক উচ্চতায় ছেড়ে দেওয়া হয় স্যাটেলাইটগুলো। এক্সের এক পোষ্টে স্পেসএক্স এসব তথ্য জানিয়েছে। 

 

প্রায় ছয় হাজারের বেশি স্যাটেলাইট দিয়ে স্টারলিংক সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করছে। বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত কোণেও গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। সর্বশেষ ২০১৫ সালে উৎক্ষেপণের সময় এমন দুর্ঘটনা ঘটেছিল।