• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

খেলাধুলা যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: এমপি আশু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪  

খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতেহবে। স্মার্টফোনের কুফল, মাদক. বাল্যবিয়ে, কিশোর অপরাধ থেকে আগামী প্রজন্মকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীলা খেলাধুলার উর্বর ভুমি। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু গতকাল বিকালে লাবসা বলফিল্ড মাঠে লাবসা পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। লাবসা পল্লীমঙ্গল সমিতির সভাপতি কাজী আবু হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন। লাবসা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান রহমত, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন সামস, মো. রুহুল আমিন, লাবসা পল্লী মঙ্গল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর ইকবাল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক শেখ আবু তুষার, ঝাউডাঙ্গা ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, খেলায় লাবসা ইয়াং স্টার বনাম লাবসা সানরাইজ একাদশ অংশ নেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় টাইব্রেকারে লাবসা ইয়াং স্টার একাদশ ৪/৩ গোলে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আসাদুর রহমান, মনিরুজ্জামান মনির, বাবুর আলী।