• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে মুজিববর্ষের নির্মাণাধীন ১১৮টি ঘর পাচ্ছে ভূমিহীন পরিবার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

সাতক্ষীরার আশাশুনিতে মুজিববর্ষের নির্মাণাধীন আশাশুনিতে মুজিব বর্ষের নির্মাণাধীন আরও ১১৮ ঘর পাচ্ছে ভূমিহীন পরিবার। প্রকল্পের উপজেলায় অবশিষ্ট ১১৮টি (ক শ্রেণী, ৫ম পর্যায়ে) গৃহ নির্মাণের মধ্যে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ও কলিমাখালি এবং খাজরা ইউনিয়নের চকতুয়ারডাঙ্গা মৌজায় ১.৫ একর জমি কিনে সেখানে ৫৯টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। মাটি ভরাটের কাজ শেষে সেখানে গৃহ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ খান জানান, মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপজেলার সর্বমোট ১০৩৬ জন ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরআগে ১ম পর্যায়ে ২০১৯-২০ অর্থবছরে ২৬৮টি, ২০২০-২১ অর্থবছরে ২য় পর্যায়ে ২৬০, ২০২১-২২ অর্থবছরে ৩য় পর্যায়ে ১৪৭ ও ৪র্থ পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে ২২১টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে (৮৯৬) জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ে ১৪০ ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণে ঘর প্রতি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৪ হাজার টাকা।

শ্রীউলা ইউনিয়নে বরাদ্দকৃত ৫৯টি ঘরের মধ্যে গাজীপুর গ্রামে ২৭ শতক ও শ্রীউলা গ্রামে ২৫ শতক জমি কিনে (১১+৮) ১৯ পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি ৩০টি ঘরের জন্য কলিমাখালি গ্রামে ৫৫ শতক জমি কেনা হয়েছে। ২২টি ঘর নির্মাণের জন্য সেখানে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। ঘর তৈরির কাজ চলছে। এছাড়া মহিষকুড় গ্রামে ৫২ শতক জমি কিনে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। ভরাটের কাজ শেষ হলে সেখানে বাকি ১৮টি ঘর দ্রুত নির্মাণ করা হবে।