• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ১৬.০২০ কেজি রুপার গহনা সহ আটক ১

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে রুপার গহনা সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ২৯ জুন ২০২৪ তারিখ কলারোয়া থানাধীন মাদরা বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস ১০ আরবি হতে ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে রওশন মোড় এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে রৌপ্য পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় মাদরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উক্ত এলাকা দিয়ে ইজিবাইক যোগে গমনকালীন সময়ে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী গ্রামের মোঃ কাসেম আলী সরদারের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩৭)কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল ইজিবাইক তল্লাশী করে ১৬.০২০ কেজি রৌপ্য উদ্ধার করে।

উদ্ধারকৃত রুপার গহনার ওজন ১৬.০২০ কেজি মূল্য ২৩,৫৪,৯৪০/- এবং ০১টি ইজিবাইক ২,০০,০০০/- সর্বমোট মূল্য ২৫,৫৪,৯৪০/-(পঁচিশ লক্ষ চুয়ান্ন হাজার নয়শত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে, আসামীকে থানায় হস্তান্তর এবং রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।