• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

তালায় অনগ্রসর জনগোষ্ঠীর উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

তালায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে প্রদর্শনী- ২৪ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় বৃহস্পতিবার (২৭ জুন) তালা দলিত অফিস কার্যলয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন- প্রকল্পের অধিন প্রদর্শনীতে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহনে মেলাটি প্রদর্শিত হয়। উদ্যোক্তারা এদিন নিজেদের তৈরি পোশাক, মৃৎ শিল্প সহ বিভিন্ন শিল্প ক্যাটাগরির পন্য এবং অনলাইনে বিক্রয়যোগ্য পণ্য নিয়ে ১১টি প্রদর্শনী স্টলে অবস্থান করেন।
প্রদর্শনী উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠান দলিত ম্যানেজার উত্তম কুমার দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়- তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার ওসি (তদন্তÑ এমএম সেলিম ও তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, দলিত’র টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান-আরা, সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস ও হাব অপারেটর দেবব্রত দাস সহ দলিত’র উপকারভোগী উদ্যোক্তা এবং কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।