• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে দ্বন্দ, সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের অঙ্গীকার করল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে উপজেলার দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে (১ম রাউন্ডে) আনুলিয়া ইউনিয়ন দল ও প্রতাপনগর ইউনিয়ন দল মুখোমুখি হয়। প্রতাপনগর ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের রেফাত হোসেন একমাত্র গোলটি করেন। খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইয়ামিন হোসেন ও উত্তম মন্ডল। ৪র্থ রেফারী ছিলেন আরাফাত হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এছাড়া আশাশুনি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ (বুধবার) আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে শোভনালী ইউনিয়ন দল বনাম বড়দল ইউনিয়ন দল মুখোমুখি হবে।