• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

এবার রাসেল ভাইপারের দেখা মিললো কলারোয়ায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

কলারোয়ায দেখা মিলেছে বিশ্বের ৫ম বিষধর ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপের ।শুক্রবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজারের পাশে ওই সাপের সন্ধান পাওয়া যায়। পরে পিটিয়ে সাপটি মেরে ফেলে স্থানীয়রা।
স্থানীয় কৃষক মনিরুল ইসলাম জানান , সকাল ১০টার দিকে তিনি মাঠে গিয়ে ধানক্ষেতের পাশে সাপটি তিনি দেখতে পান। এরপর আশপাশের লোকজনের সহায়তায় সাপের গতিবিধি লক্ষ্য করে কিছু দূর গিয়ে কৌশলে সাপটি মেরে ফেলতে সক্ষম হন। ‘ধারণা করা হচ্ছে সাপটি ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগেও একই এলাকায় একজোড়া সাপের দেখা যায়। তবে তা মারা সম্ভব হয়নি।
জানা গেছে,বিশ্বের অন্যতম বিষাক্ত ও ভয়ংকর সাপ হলো রাসেল ভারপার বা চন্দ্রবোড়া সাপ। এর লেজ খুব লম্বা হয় না। সাপটিও বেশি লম্বা না। তবে বেশ মোটা। সাপের মাথা খুব বড়। গায়ে কিছুটা ছপছপ ডোরাকাটা কালো দাগ। গালের ভিতরে উপরের দুটি দাঁত আর নিচের দুটো দাঁত বেশ বড়, কোঁকড়ানো এবং শক্ত। এদের প্রধান খাদ্য ইঁদুর।