• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

সোমালিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি জনপ্রিয় ক্যাফেতে ফুটবল খেলা দেখার সময় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। রোববার স্থানীয় সময় রাত সাড়ে  ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  ওই সময়ে টিভিতে ইউরো কাপের ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখছিল কয়েকজন দর্শনার্থী।

এদিকে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী।

আল–শাবাব বেতারে এক বিবৃতিতে দাবি করেছে, বোমা হামলাটি এমন একটি জায়গাকে লক্ষ্য করে করা হয়েছে যেখানে সরকারি কর্মকর্তা–কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা রাতে আড্ডা দিত।

সংবাদমাধ্যম রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে একটি সুরক্ষিত এলাকায় বোমা বিস্ফোরণে ১০টি গাড়ি ধ্বংস হয়েছে এবং এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ক্যাফেটি লোকে লোকারণ্য ছিল। বোমা বিস্ফোরণের পরই ক্যাফের মধ্যে থাকা অনেককে নিরাপদ স্থানে পাঠানো হয়। 

দেশটির জাতীয় নিরাপত্তা এজেন্সির কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সোমবার (১৫ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে। যদিও রোববার মৃতের সংখ্যা ৫ জন বলা হয়েছিল। নিহত ৯ জনই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছে আরো ২০ জন।

ইউসুফ বলেন, রেস্টুরেন্টের ভেতরে অনেক লোক ছিল, যাদের বেশিরভাগই যুবক, যারা ফুটবল ম্যাচ দেখছিল… কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, তাদের বেশিরভাগই সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে এবং পেছনের দেয়াল লাফিয়ে নিরাপদে বেরিয়ে এসেছিল।