• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আরও চার বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। সোমবার লোহিত, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এসব হামলা চালিয়েছে তারা।

আরব সাগরে ইসরাইলি জাহাজ এমএসসি ইউনিফিককে প্রথম লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছেন হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তিনি আরও জানান, লোহিত সাগরে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলায় মার্কিন তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সকে লক্ষ্যবস্তু করা হয়।

তৃতীয় হামলায় ভারত মহাসাগরে যুক্তরাজ্যের একটি অবতরণকারী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়। আর চতুর্থ হামলাটি চালানো হয় ভূমধ্যসাগরে ‘লাকি সেইলর’ নামক একটি জাহাজে।

তবে, স্বতন্ত্রভাবে হুথিদের এই হামলার দাবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা।