• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

প্রকৌশল গুচ্ছে চতুর্থ ধাপে ভর্তির নতুন তারিখ নির্ধারণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪  

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের চতুর্থ ধাপে ভর্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই এ প্রক্রিয়া চলবে। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রকৌশল গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ ধাপের কার্যক্রমের তারিখ পরিবর্তন করে ১৪ ও ১৫ জুলাই করা হয়েছে।

এদিকে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে বলে জানানো হয়েছে। 

এর আগে চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ৮, ৯ ও ২৯ মে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে https://admissionckruet.ac.bd দেওয়া হয়েছে।

তৃতীয় পর্যায়ের ভর্তির পর আসন খালি থাকায় ৫ হাজার ৮০১ থেকে ৬ হাজার ৫০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি নেওয়া হবে।