• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী হালিমাকে দল থেকে বহিষ্কার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

নগরীর খালিশপুরে ধর্ষণ ও মাদক মামলার আসামিদের ছিনতাইয়ে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতার বহুল সমালোচিত কৃষক লীগ নেত্রী হালিমা রহমানকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারের নির্দেশ দেয়া হয়।

গত ১১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হালিমা রহমানের বহুতল ভবনে মাদক ও ধর্ষণসহ একাধিক মামলার আসামিরা আত্মগোপন করে ছিল, এমন অভিযোগে খালিশপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম হালিমা রহমানের বাসায় অভিযান চালাতে গেলে হালিমাসহ বেশ কিছু হিজড়া ও কর্মী সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে একজন আসামি ছিনিয়ে নেয়। প্রায় একঘন্টা ভবনের লিফটে পুলিশ টিমকে আটকে রাখা হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ এ ঘটনায় হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলায় ১নং আসামি করা হালিমা রহমানকে।