• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের সাতক্ষীরা

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

প্রাইভেট কারের নিচে বিশেষ কৌশলে তৈরি বাক্সে সংরক্ষিত অবস্থায় ১৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় প্রদান করেছেন। 
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাতক্ষীরা জেলা সদরের গোবরদাড়ী গ্রামের মোঃ ইমান আলীর ছেলে  মোঃ সিদ্দিক আলী। এ মামলার অপর আসামি মোঃ মশিউর রহমান, মোহাম্মদ ফারুক, কামরুল ইসলাম ও মোহাম্মদ মনাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সিদ্দিক আলী পলাতক ছিলেন। 

আদালতের এপিপি এড. শিউলি আক্তার লিপি নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ৫ আগস্ট রাত সোয়া দিকে খুলনা জেলার কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামিয়ে তল­াশি করে ১৬০ বোতল ফেনসিডিলসহ সিদ্দিক আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সিদ্দিক আলীসহ ৫ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন যার নং-৭। ওই বছরের ২ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির এসআই নিশিকান্ত সরকার ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।